নারায়ণগঞ্জে ওয়ারেন্ট ভূক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা করা হয়, এতে দুই পুলিশ সদস্য আহত হয়৷ এই ঘটনায় পাঁচ জন আসামি গ্রেফতার করা হয়েছে৷
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় ওয়ারেন্ট ভূক্ত আসামিকে গ্রেফতারের সময়ে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসময় এলাকার মাদক ব্যবসায়ীরা পুলিশের গাড়িতে ভাংচুর চালায়। এমন ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি ও মাদক ব্যাবসায়ীসহ পাঁচ জনকে গ্রেফতার করা করেন৷
গ্রেফতারকৃতরা হলেন, জিমখানা এলাকার আলী হোসেনের ছেলে আলম চাঁন (২৭), মোশাররফের ছেলে মোঃ শরীফ(২০), পাইকপাড়া ফরাজিকান্দা এলাকার ভাড়াটিয়া সুমন শেখ’র ছেলে মোঃ সাইফুল ইসলাম ফাহিম (১৯), শহিদ নগর ১নং গলির অপুর বাড়ির ভাড়াটিয়া রিপন হাওলাদারের ছেলে রতন (২২), টান বাজার র্যালি বাগান এলাকার সামসুল আলমের ছেলে নাসির আহমেদ (৩৭)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ এবিষয়ে বলেন, পুলিশের একটি টীম ওয়ারেন্ট ভূক্ত আসামিকে গ্রেফতার করতে যায়, এসময় আসামী ছিনিয়ে নিতে দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীরা চাপাতি ও ছুরি দিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ দুই পুলিশ সদস্যকে আহত করে। এ পর্যন্ত আমরা ৫ জনকে গ্রেফতার করি।