বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে ফতুল্লা কুতুব আইল কাঠের পুল এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন মহানগর মৎস্যজীবী দল সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মাওলানা মো.মামুন।
মহানগর মৎস্যজীবী দল সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। পাকিস্তানের সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচার এরশাদ বিরোধী মহানায়ক বেগম খালেদা জিয় ও স্বৈরাচার শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনে মহানায়ক তারেক রহমান। আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। মানুষের যেমন বাক স্বাধীনতা ছিল না ঠিক একইভাবে সংবাদপত্রেরও স্বাধীনতা ছিল না। ঐ সময় আমরা কিন্তু আমাদের নিজেদের ভোটও দিতে পারি নাই। পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজনকে তাদের দলীয়করণ করে দলীয় নেতাকর্মীদের মতো তারা ব্যবহার করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে খুন, গুম, ধর্ষণসহ মৌলিক অধিকার ও মানুষের মানবিক অধিকার হরণ করেছে। দুর্নীতির মাধ্যমে এদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে নিয়েছে। ব্যাংক সেক্টরকে নিয়ে এসেছিলো শূন্যের কোঠায়।
সাগর আরও বলেন, স্বাধীনতা থেকে শুরু করে এদেশের সকল দুর্যোগে জিয়া পরিবার উৎসর্গ করেছেন।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এই খুনি শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাননি। বৃদ্ধ বয়সেও তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে তারা দেশে আসতে দেয়নি। গত ১৫ বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিলোনা। বাক স্বাধীনতা ছিলনা। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধিলীল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে কর্মসূচি ঘোষণা করেছেন। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো হবে। মাদক আসে ভারত থেকে। যারা বিক্রি করে তারা অন্য কেউ না এখানকার সন্তান তাদেরকে প্রতিহত করতে হবে। তারা কোন শক্তি শালী লোক নয়।
ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতা ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম এর সভাপতিত্বে ও হাফিজুল ইসলাম মানিক এর সঞ্চালনায় অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক ড. রাকিবুল হাসান, সদস্য সচিব ইঞ্জি: মো. মেহেদী হাসান, যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাসেদ মিল্কী, রূপগঞ্জ থানা মৎস্যজীবী দলের মো. নাফিজ হোসেন, জসিম উদ্দিন, শামীম হোসেন, সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।