রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (৪ জানুয়ারী) শহরের দেওভোগ পাক্কা রোড সংলগ্ন আদর্শ বালক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীত বস্ত্র দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার ও রোটারীয়ান মনির হোসেন মিঠু সহ আরও অনেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ১৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার বলেন, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে গরীব ও অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে সমাজের ধর্ণাঢ্যদের প্রতি আহবান থাকবে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এতে করে সমাজের সকল প্রকার মানুষের সুখ-দু:খ ভাগ করে নিতে পারবো। তাহলে এই সমাজ তথা পুরো দেশে কোন মানুষকে কষ্টে দিনাতিপাত করতে হবে না।