বাসদের জেলা কার্যালয় থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন।
নেতৃবৃন্দ বলেন, “তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন সংকটে। বিশেষ করে দরিদ্র, ছিন্নমূল মানুষ মারাত্মক কষ্টে আছে। বর্তমানে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের জন্য জীবনধারণ কঠিন হয়ে উঠেছে। নিত্যপণ্যের দাম বাড়লেও আয় স্থির রয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এ অবস্থায় বাসদের পক্ষ থেকে সারাদেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নারায়ণগঞ্জেও সীমিত সামর্থ্য নিয়ে দরিদ্র মানুষকে কম্বল দিয়ে সহায়তা করছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে আরও কয়েকটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। আমরা সরকারের কাছে শীতার্ত মানুষের জন্য সর্বোচ্চ উদ্যোগের দাবি জানাচ্ছি এবং সমাজের সামর্থ্যবান মানুষকেও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”