দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী ) বাদ এশা বন্দর খেয়া ঘাট সংলগ্ন কার্যালয়ে বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি পাভেল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকত, সুমন মুনসি, নাছির উদ্দিন রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরি সদস্য শামীম ইসলাম, আবু সুফিয়ান, সাংবাদিক টিটু আহমেদ।
দোয়া শেষে প্রায়ত সাংবাদিক সেলিমের ছেলের হাতে নগদ টাকা তুলে দেন আবুল কাউছার আশা। সেই সঙ্গে একটি চাকরীর ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।