বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে মো. আলহাজ্ব (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) সহ ২৬৮ জন আসামি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো. আলহাজ্ব গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।