বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে মায়ের সন্তানরা জীবন দিয়েছে। যে মায়েদের বুক খালি হয়েছে। যারা রক্ত দিয়েছে। তাদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিএনপি ক্ষমতায় না থেকেও রাজনৈতিক প্রতিকোলতার মধ্যেও বিগত ১৫ বছর মানুষের পাশে দাঁড়িয়েছে। এখনো দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও দাঁড়াবে।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনসিসির ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু না হয়। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায়না। অপরাধিদের বিচার না হলে এদেশে আবার শেখ হাসিনার মত স্বৈরাচারী শাসকের জন্ম হবে। তাই তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যে সমাজে কেউ কারো দোকানে চাঁদা চাইবে না। কেউ কারো বাড়ি, জমি, ও মিল-কারখানা দখল করবে না। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা দেশের মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে, রাজপথে গুলি করে মানুষ মেরে, এত অন্যায় করেও শেখ হাসিনা একটা দিন জেল কাটতে চায়নি। পালিয়ে গেছে ভারতে। ভারত যদি তাকে ফিরিয়ে না দেয়, আমরা যেকোন মূল্যে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো।
মামুন মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি মানুষের ভোটের বিশ্বাস করে। তাই মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের সময় পালিয়ে বেড়াচ্ছে, বাড়ি-ঘর ছাড়া হয়েছে, কিন্তু রাজপথ ছাড়ে নাই।
জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. শাখাওয়াত হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক যুবদলের আক্তারুজামান মৃধা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুয়েল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ফারহান, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল মো. হামীম, শেখ মোঃ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সালাউদ্দিন, আতাউর রহমান প্রিন্স, জসিম, শাওন, সঞ্জয় ও মিন্টু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।