নারায়ণগঞ্জের প্রশাসন তাদের নিজ স্বার্থের জন্য কাজ করে। ফুটপাত, যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো। অতীতের ন্যায় কিছুই করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মডেল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।
শনিবার ১১ জানুয়ারী সকাল ১০ টা ৩০ মিনিট সময় ঘটিকায় ‘আমার নারায়ণগঞ্জ’ এর আয়োজনে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ এই প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাসুদুজ্জামান আরও বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন তাদের নিজ স্বার্থের জন্য কাজ করে। কারন ডিসি-এসপি নারায়ণগঞ্জের জনসাধারণের জন্য কোন কাজ করেনি। এসপির কাছ থেকে কোন প্রকার উপকার পাচ্ছে না জনগণ।তিনি শুধু ওসি-এসআইদের বদলি বানিজ্য নিয়ে কাজ করেন। অথচ তার অফিসের এক কিলোমিটারের মধ্যে মাদকের হাট, প্রশাসনের সকলে শুধু মুখে মুখে বলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু কাজের ক্ষেত্রে ঠনঠনে।
বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের নারায়গঞ্জের ঐতিহ্য শীতলক্ষ্যা নদী শেষ, নদী দূষণ সম্মিলিত ভাবে রূদ্ধ করতে হবে। সকল বিষয়ে সম্মেলনের মাধ্যমে সংস্কার চাই, সুশাসন নিশ্চিত করতে চাই, আলোচিত ত্বকী হত্যা সহ সকল হত্যার বিচার চাই।
তিনি আরও বলেন, বিকেএমইএ’র কমিটি কে ভাঙ্গা হয় নাই কেন আমি বানিজ্য মন্ত্রণালয়কে জানাব, শেখ হাসিনার দোসর সেলিম ওসমানের নির্দেশে একনো কিভাবে হাতেম সাহেবকে দিয়ে কমিটি পরিচালিত করা হচ্ছে। সকল বিষয়ে আমাদের অধিকার আদায় করবো। এনবিআরের সাথে আমরা কথা বলবো, ইনসেপ্টি নিয়ে কথা বলবো। কারন গার্মেন্টস বাঁচলে মালিক, শ্রমিক- কর্মচারী সকলে বাঁচবো, আর সাংবাদিকদের কাছে অনুরোধ করবো আপনারা কলমটাকে সত্যের পথে পরিচালিত করবেন। কারন আপনাদের লেখায় অনেক কিছু হয়।
মডেল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি এ.বি. সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাজী নূর উদ্দিন আহমেদ, মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবু জাফর বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি মোস্তফা করিম প্রমুখ।