বেপারী পাড়া ক্লাব ও যুব সমাজের উদ্যোগে আন্তর্জাতিক ফুটবল লীগের আদলে ডিগবার ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ২০নং বাবুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে বেপারী পাড়া ক্লাব ও যুব সমাজের আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আহসান আল হোসাইন ববি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপাড়ি, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট হোসেন আকাশ, মোঃ হাসান, সাহেল আহম্মেদ ফাহাদ, সাজ্জাদ হোসেন বিপ্লব, সোয়েব আহম্মেদ প্রমুখ।
বিশিষ্ট সমাজ সেবক আহসান আল হোসাইন ববি বলেন, ১৬ নং ওয়ার্ড বেপারী পাড়া ক্লাব ও যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুনামেন্ট ২০২৪-২৫ইং আয়োজকদের ধন্যবাদ জানাই। যেহেতু আমাদের মাঝ থেকে মাঠের খেলা ও মাঠ হাড়িয়ে যাচ্ছে তাই এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারন এ সব টুনামেন্ট এ ছেলেরা মাঠ মুখি হবে ও খারাপ কাজ থেকে ফিরে আসবে এবং ন্যাশনাল পর্যায় যাবে তারা। খেলায় মনোযোগী হলে মানুষ নানা রকম অসামাজিকতা থেকে দূরে থাকবে। শারীরিক গঠনও ঠিক থাকবে।
তিনি আরোও বলেন, আমার তরফ থেকে আয়োজকরা সকল সুযোগ-সুবিধা পাবে এবং সামনে থেকে ব্যাপক ভাবে সাড়া নারায়ণগঞ্জ ব্যাপি এ টুনামেন্টকে আরোও বড় আয়োজন করে নারায়ণগঞ্জে আলোরন সৃষ্টি করা হবে, সেই প্রত্যয়ই ব্যক্ত করছি।
সম্রাট হোসেন আকাশ বলেন, আমরা চাই যুবসমাজ খেলাধুলায় উৎসাহিত হোক, মাদক ছাড়ুক। খেলাধুলার মধ্যে যদি যুবসমাজ থাকে তাহলে মাদকমুক্ত হবে। প্রতি এলাকায় খেলার মাঠ নাই। সিটি কর্পোরেশনকে আহবান করব প্রতি এলাকায় খেলার মাঠের ব্যবস্থা যেন করেন। আমরা চেষ্টা করব যুব সমাজের সাথে সব সময় থাকতে।
উক্ত টুর্নামেন্টের আয়োজক সোহাগ হোসেন বলেন, আমরা ২০২৪-২০২৫ ডে-নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেছি৷ এখানে ৩২টি টিম নিয়ে খেলা মাঠে গড়িয়েছে। দীর্ঘ দেড় মাস পর দুইটি টিম ফাইনালে উঠেছে৷ ফাইনাল খেলায় ৩-১ গোলে দুর্বল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জান্নাত স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। আমাদের মাধ্যমে পূর্বের যে ঐতিহ্যবাহী তা খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে যেন ফিরে আসে।
আয়োজকরা হলেন, রিয়াজ উদ্দিন রাজিব, মোঃ শাহিন, মোঃ রাব্বি, সাইদ, মোঃ নাঈম, সিফাত, শুভ, আব্দুল্লাহ, রিফাত, রাব্বি-আল, আকাশ ও রোমান। সার্বিক সহযোগীতায় ছিলেন, অপু দেওয়ান, অমরিত মোরশেদ।