জুম্মন সোহেলঃ দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সোজাসাপ্টার প্রকাশক ও সম্পাদক আবুসাউদ মাসুদ বলেন, রাজনীতিবিদের মাঝখানে সব বিষয়ে বলা শোভা পায়না। তারপরও সুস্পষ্ট একটি বিষয়ে বলতে চাই রাজনীতিবিদ দের সদিচ্ছা না থাকলে নারায়ণগঞ্জের ফুটপাত থেকে হকার অপসারণ করা কখনোই সম্ভব হবেনা। আপনারা আমার বক্তব্যটি তারিখ দিয়ে লিখে রাখতে পারেন। যে বক্তব্য দিয়েছি, যদি রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন না হয়, তাদের আর্থিক লোভ যদি সংস্কার করতে না পারেন তাহলে কোন দিনই সম্ভব হবেনা হকার উচ্ছেদ।
শনিবার ১১ই জানুয়ারী সকাল ১০:৩০ ঘটিকায় ‘আমার নারায়ণগঞ্জ’ এর আয়োজনে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ এই প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মডেল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান বিশিষ্ট সাংবাদিক আবু সাউদ মাসুদ।
তিনি আরোও বলেন, ফুটপাত উচ্ছেদ করা কখনোই হবে না কারন প্রতিটা দোকান থেকে ১শ থেকে দেড়শ টাকা উঠানো হয়। কোন কোন দোকান থেকে ২শ বা ৩ শ টাকা প্রতিদিন উঠানো হয়। হকাররা বাহানা করে বলে আমরা গরিব! আসলে গরিবতো আমরাই। অবৈধ একটা বিষয়কে তারা গরিবের পেটে লাথি মারবেন না বলে বক্তব্য দেন! এ বক্তব্যটাই অবৈধ। হকারদের অনেক ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের মার্কেট করে দেওয়া হয়েছে। ঐখানে বিক্রি ও ভাড়া দিয়ে আবারও ফুটপাত দখল করে রেখেছে।
আবুসাউদ মাসুদ আরোও বলেন, এ ফুটপাত দিয়ে আপনার আমার সন্তানেরা চলাফেরা করে। এতে তারা বাধা সৃষ্টি করে রেখেছে। যারা হকারদের ফুটপাতে বসিয়ে সমর্থন দিয়ে সাধারণ মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদেরকে আমি আহ্বান করি,তাদের চরিত্রে পরিবর্তন আনবেন। হকার ও ফুটপাত নিয়ে আমি অনেক আন্দোলন দেখেছি। আজকের বিষয়টা প্রাধান্য দেন কারন রাজনীতিবিদ ও প্রশাসন একে অপরে পরিকল্পভাবে কাজ করে৷ রাজনীতিবিদরা কন্ট্রোল করে প্রশাসনকে, এ কন্টোলের মধ্য দিয়ে আর্থিক লেনদেন হয়। এটা দ্রুত বন্ধ না হলে সমস্যা সমাধান হবেনা।