অপরাধীরা সীমান্তের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সীমান্তের মৃত্যু হয়। নিহত সীমান্তের বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।