নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদের সৌজন্যে বিদায়ী সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক’কে।
সোমবার (১৩ই জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়ত ইসলাম রানার নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় নেতৃবৃন্দদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়ত ইসলাম রানা বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে নারায়ণগঞ্জের প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক সাহেবের মত একজন জেলার অভিভাবককে আমরা হারাচ্ছি। তার মতন এমন একজন প্রশাসককে আজ বিদায় জানাতে আমাদের খুব কষ্টো হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করছি আমরা।
তিনি আরোও বলেন, বিগত দিনে স্বৈরশাসক এর সময় কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যময় ছাত্র-জনতা আন্দোলনে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সাহেব যে কার্যকরি ভূমিকা দেখিয়েছেন তা ইতিহাসে নজির হয়ে থাকবে। কেননা সাড়া জেলায় যে আন্দোলন হয়েছে অন্যান্য জেলায় অনেক তাণ্ডবের খবর শুনেছি। এছাড়া দায়িত্বশীল ব্যক্তিরা আত্মগোপনে থাকার খবরও শুনেছি। কিন্তু মাহমুদুল হক সাহেবের ভালোবাসায় সকল দলকে ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং প্রাণপণ চেষ্টায় নারায়ণগঞ্জ জেলাকে ব্যতিক্রম ভাবে শান্ত রাখার ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি তিনি। এছাড়া বিএনপি, জামায়তে ইসলাম, হেফাজত ইলাম ও ছাত্র-জনতা, ইসলামিক দলসহ নারায়ণগঞ্জ বাসী উপকৃত হয়েছে।
এসময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়ত ইসলাম রানার নেতৃত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির এমডি রওশন, মহিন, চঞ্চল, জাকির, নূর মোহাম্মদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, সদস্য গোলাম মোস্তফা, দুলাল বেপারী, ইকবাল হোসেন, কবির প্রমুখ।