নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারী) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মতিউর রহমান মতি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি। দুদক সূত্রে জানা গেছে, মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।
এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।