1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সবাইকে কাঁদিয়ে গেলেন তিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জুম্মন সোহেল : বিদায় দিনে সকলকে কাঁদিয়ে গেলেন নিজেও কাঁদলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ২০২৩ সাল ২৭ জুলাই
থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তার মেধা, কর্মদক্ষতা- সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে অল্প কয়দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলাবাসীর মন জয় করেছিলেন । তিনি নিজেও কখনো দুর্নীতি করেননি অপরকে দুর্নীতি করতে দেইনি ।

 

 

 

গত মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যথাক্রমে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করেন । এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার হস্তান্তর অনুষ্ঠিত হয় ।

 

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এর পদোন্নতি প্রাপ্তিতে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে একের পর এক জেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি । মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছিল নারায়ণগঞ্জে কর্মস্থলের শেষ দিন তার । বিদায়ী দিনও ফুল দিতে আসা সাধারন মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেছেন । সাধারন মানুষ কি পেলো বা না পেলো সেটা বড় নয়, একজন মানুষ ডিসির কাছে তার সমস্যা বলতে পেরে মনের দিক থেকে আশ্বস্ত হতেন । সব শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তার বদলির খবর শুনে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক যোগদান করেই তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যখনি কোথাও কোনও সংকট দেখেছেন তিনি ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে। প্রশাসনের কর্তা-ব্যক্তি ছাড়াও নারায়ণগঞ্জের সাধারণ মানুষদেরও আস্থার যায়গা ছিল মোহাম্মদ মাহমুদুল হক। তাই সাধারণ জনগণের ডিসি’ হিসেবে পরিচিতি অর্জন করেন মোহাম্মদ মাহমুদুল হক।

 

 

 

নারায়ণগঞ্জে যোগদানের পরই তিনি আলোচনায় আসেন, তৎকালীন প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের একটি সমাবেশে উপস্থিত না হওয়ায়। পরবর্তী সময়ে ওসমান পরিবারের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাওয়া হলে তিনি তা মঞ্জুর করেননি। দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করে তিনি শামীম ও সেলিম ওসমানের বিরাগভাজন হন। নির্বাচনের দিন নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে শামীম ওসমানের পক্ষে নৌকায় জাল ভোট দিতে গেলে তার দুই কর্মীকে আটক এবং দুই বছরের জেল দেন তিনি।

 

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে মোহাম্মদ মাহমুদুল হক ছিলেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। প্রতিটি সেক্টরে অস্থিরতার মধ্যে তিনি সুকৌশলী সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন জটিল হয়ে উঠেছিল তখন তিনি তার দক্ষতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অন্যান্য জেলার ডিসিরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন, মাহমুদুল হক তা দক্ষতার সাথে সামলান। তিনি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বিশৃঙ্খলা রোধে কার্যকর ভূমিকা পালন করেন। সেই সাথে মাহমুদুল হকের দায়িত্বকালে সাধারণ মানুষ সরাসরি তার সাথে দেখা করে সমস্যার কথা বলতে পেরেছে। তিনি ধৈর্য ধরে সকলের কথা শুনেছেন এবং যথাযথ পদক্ষেপ নিয়েছেন।
পরিশেষে বিদায়ী বেলায় সকল ব্যস্ততার মাঝেও কর্মকর্তা ও সাধারণ জনগণের মাঝে হাঁসি খুসি থাকলেও সকলকে কাঁদিয়ে চলেগেলেন তিনি। পরে গাড়ি বহর নিয়ে জেলা প্রশাসকের কর্মকর্তা ও কর্মচারীরা ডিসিকে বাদায়ী জানাতে ঢাকা পর্যন্ত যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL