নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৬১৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর। একইসাথে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জরিমানা করা তিনটি প্রতিষ্ঠান হলো- সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোর।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানের প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।