বাংলাদেশ জমইয়াতে হিসবুল্লাহ, যুব হিসবুল্লাহ শাখা এবং মধ্যেরচর এলাকাবাসীর উদ্দ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ৭ম তম ঈছালে ছওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি ) সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড পুরান গোগনগর মধ্যেরচর দ্বীনিয়া মাদ্রাসার মাঠে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মধ্যেরচর দীনিয়া মাদ্রাসার সভাপতি ও জমিনদাতা আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন, সুমধুর কন্ঠস্বরের অধিকারী, পিরোজপুর নেছারাবাদ ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমীন আফসারী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন, ইসদাইর জামে মসজিদের খতিব আলহাজ্ব হয়রত মাওঃ আঃ কুদ্দুস সালেহী, নবীগঞ্জ আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ সালাউদ্দিন সালেহী এবং পুরান গোগনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওঃ আবু বক্কর সিদ্দিক (মনিপুরী)।
এ সময় রফিকুল ইসলাম ভূইয়া বলেন, দেশপ্রেম ইমানের একটি অঙ্গ। বিগত সময়ে একটি অবৈধ স্বৈরাচার সরকার এদেশের সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। আগামীর বাংলাদেশ হবে শান্তি-সম্প্রতির দেশ, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেন, এবং এই দীনিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নতি করনের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসীন, সদর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ, আসিয়ান পরিবহনের কর্ণধর হোসাইন মোহাম্মদ, এনায়েতনগর ৯ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মতিউর রহমান সুমন, ইভান, সুজন, সেলিম, রবিন, রাতুল,সাজ্জাদ, মাকসুদ,নেন্সী, আকাশ,রাজিব, সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াজ মাহফিল শেষে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা আল্লাহর কাছে কবর বাসীদের জন্য বিশেষ দোয়া সহ নিজেদের জন্য রহমত,বরকত, হেদায়েত ও হিকমা কামনা করে এই ওয়াজ মাহফিল ও দোয়ায় অংশ নেয়।
পরে সবার মাঝে নেওয়াজ বিতরন করা হয়।