নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সফল করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি প্রার্থী শাহ আলম মাস্টার এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নগরীর মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন পাঠ করা হয়। কর্মী সম্মেলনে মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজিব আহসান, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল।
সম্মেলনে শাহ আলম মাস্টার বলেন, আমার নেতৃত্বে থানার ১০ ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেতে ও দেশ নায়ক তারেক রহমান এর রাষ্টকাঠামো ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মহানগর সেচ্ছাসেবক দলকে শক্তিশালী করেতে সকল ষড়যন্ত্রকে রুখতে সবসময় পাশে থাকব। আগামী নির্বাচনে কোন প্রকার দেশ বিদেশি ষড়যন্ত্র রানা -বাবুর নেতৃত্বে তা রুখে দিব। এটা হল জাতীর মুক্তির সনদ। ১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত তলাবীহিন জুড়ি ছিল। সে থেকে মুক্কির জন্য জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচী দিয়েছিল। তারই ধারাবাহিকতা ধরে রাখতে তারুণ্যের অহংকার তারেক রহমান ৩১ দফা কর্মসূচী দিয়েছে।
সম্মেলনে মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এড সামলা সোমা, কেন্দ্রীয় সংসদের স্বাস্থ বিষয়ক সম্পাদক ড. মিজান, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক গোলাম, সদস্য সফিকুল ইসলাম দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মিঠু ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।