মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘আমি বক্তৃতা দেবো না। আমি বক্তৃতা দিলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেই। কিন্তু এখন তো আর আওয়ামী লীগ নাই। ভাইপার হাসিনা পালিয়েছে। আমরা স্বেচ্ছাসেবক দল বলেছিলাম, হাসিনা ভাইপার এবং সে পালিয়েছে। বলেছিলাম রাইফেল ক্লাব থাকবে না। রাইফেল ক্লাবের একটা জানালাও নাই। আমরা এখনো সরকারে আসি নাই। আমাদের নেতা এখনো বহু দূর। মা আমাদের চিকিৎসায়।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের নবাব সলিমুল্লাহ সড়কের উপর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান আমি, স্বেচ্ছাসেবক দল করি। যারা রাজপথে থেকে বুক পেতে গুলি নিয়েছিল, গুলিকে ভয় করেনি, এমন নেতার কর্মী আমি। আমি গর্ববোধ করি। রাজিব ভাইয়ের মতো নেতৃত্ব আমার মনে হয় না অন্য কোথাও আছে। মাসুম ভাইকেও ধন্যবাদ জানাই।’
রানা বলেন, ‘যারা ৫ তারিখের আগে রাস্তায় ছিলেন তারাই কমিটি পাবেন। আমি কারো পক্ষে কথা বলি না। আমার কোনো ভাই-বোন নাই। আমি আমার স্বেচ্ছাসেবক দলের কথা বলি। কারো নাম বলব না, কিন্তু রাজিব ভাই (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক) সব জানেন।’
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমজি মাসুম রাসেল, সহ-সভাপতি সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মিজানুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: গোলাম রহমান রাজীব, সদস্য মোঃ শফিক দেওয়ান এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মিঠু ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের অধীনস্থ ৪ টি ইউনিট এর কর্মীসভা সম্পন্ন হয়েছে।