সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদের বিরুদ্ধে ষাটোর্ধ বৃদ্ধ ও তার ছেলেকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী শাহজাহান মিয়ার (৬৩) আটিগ্রামের ওবায়দারপুল বৌবাজারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহজাহান বলেন, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় চা খাওয়া শেষে বাসায় ফেরার পথে বিএনপি নেতা হারুন ও তার ছেলে উৎসবসহ অজ্ঞাত আরো ১০-১২ জন টাকার দাবীতে আমার ওপরে অতর্কিত হামলা চালায়। পরে আমার ছেলের সহায়তায় বাড়ীতে চলে গেলে হারুন ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালিয়েআমার মাথায় গুরুতর জখম করে এবং বাধা দিতে আমার ছেলে সজীবের হাতের আঙুল ভেঙ্গে যায়।
তিনি আরো বলেন, প্রায় ৪-৫ বছর আগে আমার ছোট ছেলে হারুনের গদিতে কাজ করত। তখন হারুন দাবী করে আমার ছেলের থেকে সে কিছু টাকা পাবে। তারপর এক পর্যায়ে শালিশের মাধ্যমে আমি সেই বিসয়টা মীমাংসা করি। কিন্তু ৫ই আগষ্টের পর থেকে হারুন পুর্বের ঐ ঘটনার জেড় ধরে আমার কাছে টাকা চাওয়া শুরু করে। সেই টাকা দিতে অস্বীকৃত জানালে হারুন আমাদের উপর এই হামলা চালায়।
উক্ত সম্মেলনে আহত সজিব আহমেদ বলেন, যখন রাস্তায় বাবার উপর হামলা হয় তখন সেইখান থেকে তাকে আমরা বাসায় নিয়ে আসি। এর হারুন ও তার ছেলে উৎসব মিলে আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র দ্বারা অর্তকিত হামলা করে। হামলার সময় আমি প্রতিরোধ করতে গিয়ে হাতের একটি আঙ্গুল ফেটে যায়।
তিনি আরও বলেন, এনজিও থেকে আমরা ৫০ হাজার টাকা নগদ উত্তেলন করে বাড়িতে রেখেছিলাম সেটা আর আমাদের বাড়িতে রাখা ২ ল ভড়ির মতো স্বর্ন ছিলো তারা তা লুট করে নিয়ে যায়।
এসময় আইনি সহায়তা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানায় তারা এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী হারুন ও তার সহযোগীদের বিচার করতে প্রশাসনের কাছে অনুরোধ করেন।