বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ১৭ জানুয়ারি শুক্রবার গণমাধ্যমে “যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ” এ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পরের সোনারগাঁয়ে আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ২৩জানুয়ারি, বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদকের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো গেছে,সোনারগাঁ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার বিরুদ্ধে সুস্পষ্ট দখলবাজিতে জড়িত থাকায় যুবদলের প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।