ফেব্রুয়ারী জুড়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মাধ্যমে কর্মসূচী ঘিরে প্রচারণা ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাতের আধাঁতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর পোস্টার সাটানোর প্রতিবাদে বিএনপি নেতৃবৃন্দদের ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৩০ই জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক, পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সেক্রেটারী ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ এ আহ্বান জানান।
দুঃখ প্রকাশ করে সুজন মাহমুদ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার প্রেতাত্মারা ফেব্রুয়ারি মাসকে ঘিরে অনেক ষড়যন্ত্রের ছক একেছেন। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন স্থানে পোস্টার সাটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশের নয়নের মনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপির নেতৃবৃন্দরা নিরব ভূমিকা পালন করছে দেশটাকে শান্ত রাখার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারে বিএনপি ১৭ বছরের হামলা মামলার প্রতিশোধ মূলক কোন ব্যবস্থা না নেওয়াকে দুর্বলতা ভেবে নারায়ণগঞ্জের আনাচে কানাচে শামীম ওসমানের ক্যাডার বাহীনিরা পাড়া-মহল্লায় ব্যানার ফেস্টুন সাটাচ্ছে এবং বিভিন্ন ভাবে কর্মসূচীর ঘোষণা দিচ্ছে। শামীম ওসমানের দোসররা নিতাইগঞ্জ থেকে শুরু করে সর্বত্র উকি ঝুকি মারছে এবং তারা সংঘঠিত হচ্ছে৷ এ বিষয়ে জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে সেই আশা করছি। এছাড়া বিএনপির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে ঐ সকল আওয়ামী লীগ দোসরদের আমরা এর উচিত জবাব দিব৷ আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেফতার করা হউক।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এগুলা ছড়াচ্ছে ও যারা পোস্টারিং করছে তাদের দ্রুত গ্রেফতার করা হউক। আমি আহ্বান করব শামীম ওসমান, অয়ন ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানের দোসরদের যেখানে পাবেন প্রশাসনের কাছে সোপর্দ করা করবেন। নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান আজমেরী ওসমানের ইশারায় চলত। এতে সভাপতি না হয়েও সভাপতির দ্বায়িত্ব পালন করত আনোয়ার হোসেন আনু। শ্রমিকদের সাথে ত্রাস চালাতেন শহীদনগরের টাকলা হোসেন ও পলাশ। ১৯ই জুলাই ২নং রেল গেইটে যারা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে তারা পঞ্চপটি ট্রাক ইস্ট্যানে ঘুরে ভেড়ায় এবং নিতাইগঞ্জেও আসেন।
পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সেক্রেটারী সুজন মাহমুদ আরোও বলেন, ছিনতাইকারীদেরকে লালন পালন করতো আওয়ামী লীগের দোসররা। তারা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে হত্যা করেছে। ২নং গেইট এলাকায় ছিনতাইকারীর উপদ্রব বেড়ে গিয়েছে। সামনে ঈদ উপলক্ষে আমাদের ব্যবসার সিজন। তাই বিভিন্ন জেলা থেকে অনেক পাইকাররা আসবে সকলেই যেন নিরাপদে থাকতে পারে সেই দিকে প্রশাসন সুদৃষ্টি রাখবে। যেহেতু সামনে হোসিয়ারী সমিতির নির্বাচন। ১০ বছর পর নির্বাচন হচ্ছে। যারা ভোটারবৃন্দ রয়েছে যোগ্যতা দেখে আপনারা ভোট দিবেন। দুই একজন লোকের জন্য দূর্নাম হয়েছে এ সমিতির।