নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। পরে আনিসুল হককে আদালত থেকে বের করা হলে তার ফাঁসির দাবিতে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদলতে আনা হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন শ্রমিক আশিক মিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট আশিক মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া এজাহারভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ দলীয় জেলার সাবেক পাঁচ সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে উঠানো হয়। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির বলেন, রিমান্ডে আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হবে।