নারায়ণগঞ্জে জেলা পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি মধ্যে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজীব দায়ীত্ব পাওয়ায় ফতুল্লা যুবদলের নেতা মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গণসংবর্ধনায়
ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গত মঙ্গলবার ( ১১ জানুয়ারি) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় এ গণ সংবর্ধনায় ফুলের শুভেচ্ছা
জানানো হয়।
এসময় ফতুল্লা যুবদল নেতা ইকবাল হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদ্য যুগ্ম আহ্বায় রাজীবকে ফুল দিয়ে বরণ করেন এবং কৌশল বিনিময় করেন। এছাড়া জেলা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে জেলা যুবদলের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা নির্দেশনা পালনে প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রসঙ্গগত গত সোমবার ২ ফেব্রুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটির অনুমোদন দেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ ও প্রথম যুগ্ন-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এছাড়া কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। সদস্য হিসেবে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।