নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা যখন পড়া শুনা করেছি তখন স্কুলে এত সুন্দর ভবন ছিলনা। টিনের ঘরের স্কুলে আমরা পড়া শুনা করেছি। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দিতে না পাড়ে তাহলে শিক্ষার্থীরা উন্নত করতে পারে না। বিদ্যালয়ের পুর্বে পরিবার হলো ছাত্র ছাত্রীদের আসল শিক্ষা কেন্দ্র। কাদা মাটিতে যে ভাবে কারু কাজ করে মাটি তৈরী করা হয় সেভাবেই তৈরী করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষক আর অভিভাবকরা শিক্ষার্থীদের যে ভাবে পরিচযার্ করবে তারা সেভাবেই গড়ে উঠবে। তাহলে এক সময় তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমার বিশ্বাস করি কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকরা দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন। তারা ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করবে বলে আমরা প্রত্যাশা করি।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি আলীরটেক কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এড. সাখাওয়াত বলেন, ফ্যাসিষ্ট সরকারের অপকর্ম নিয়ে শিক্ষার্থীরা যে নাটিকার দৃশ্য দেখিয়েছে আমরা তাদের এই নাটিকায় মুগ্ধ হয়েছি। বিগত ১৫ বছর আওয়ামী লীগ গুম খুন, জুলুম অত্যচার চালিয়েছে এটা নবম দশম শ্রেনীর ছাত্ররা বুঝতে পারছে। ফ্যাসিষ্ট সরকার যে উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করে পালিয়েছে এটা কমল মতি শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে। দেশের মানুষের সকল ভোটের অধিকার ফ্যাসিষ্ট শেখ হাসিনা কেরে নিয়েছিল। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষ এই দেশে শান্তি চায়। আমার বিরুদ্ধে ৭২টি মামলা হয়েছে। আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অভিভাবকদের সতর্ক থাকতে হবে আমাদের সন্তানেরা ঠিক মত বিদ্যালয়ে যাচ্ছে কি না তার তদারকি করা। এমনকি কার সাথে মিশে কোথায় যায়, বাসায় সঠিক সময়ে যায় কি না পিতা মাতাকে তা খেয়াল রাখতে হবে। আলীরটেক এলাকায় কিছু দুষ্ট লোক ভালো মানুষদেরনামে মামলা দিয়েছে। নিদোর্ষ মানুষকে একটি হত্যা মামলায় শামিল করা মানে তাকে খুর করা সমান। মানুষকে খুন করলে যে পাপের ভাগি হবে হত্যা মামলা দিয়ে হরানি কার মানে একই পাপ। আপনাদেরকে মিথ্যা মামলায় জরানো হলে আমরা সেই বিষয়টা খেয়াল রাকবো। কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে আদর্শ রয়েছে। আর এই আদর্শ শুধু লাগালে হবে না তা প্রত্যেকের মনে প্রানে ধারণ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আদর্শ, সততার আদর্শ,সাদাকে সাদা বলার আদর্শ অর্জন করতে হবে। সেই ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। গ্রামের মানুষের মাঝে যেই ডিভাইডেট তৈরী করা হয়েছিল আমরা সেই বিভক্তি চাই না। আমরা চাই সকলের মাঝে ঐক্য থাকবে। আপনরা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। সব সময় ন্যায়ের পথে থাকবেন। আমাদের দল আপনাদের পাশে থাকবে। অনেক ষরযন্ত্র করেও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যান নাই।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আলীরটেক ইউনিয়ন কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়েল শিক্ষার্থীরা অনুধাবন করতে পেরেছে ফ্যাসিষ্ট সরকার তাদের অপকর্মের জন্য পালিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে কোন ধলাদলি থাকতে পাারবে না। বিগত সরকার কোন দেশের দালালি করেছে তা ভুলে যান। বিগত সরকার সকালে মক্তব শিক্ষাককে বিলুপ্ত করেছে। আমি আশানিত কুড়েরপাড় আদর্শ স্কুলের শিক্ষার্থীরা দেশের নেতৃত্ব দিবে। ম্যানেজিং কমিটি নিয়ে কাধা ছড়াছড়ি বন্ধ করেন। কে সিনিয়ার েকে জুনিয়র শিক্ষক এগুলো নিয়ে দলাদলি বন্ধ করেন। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে সু শিক্ষা দেয়ার চেষ্টা করেন। যে ভালে ছাত্র সে কখনো শিক্ষকদের আদেশ অমান্য করবেন না। শিক্ষকরা একে অপরকে লেং মারবেন না। শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিয়ে তাদের গড়ে তোলবেন বলে আমরা প্রত্যাশা করি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, বিএনপি নেতা শাহিন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি জামাল সরদার, সমাজসেবক শামীম সরকার,আলী হোসেন সরকার, কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর মাষ্টার, আতাউর মাষ্টার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।