নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট’র নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল বেলায় শিমড়াইল এলাকায় বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর বাসভবনে এ মতবিনিময় ও শুভেচ্ছা জানানো হয়।
এবিষয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক হারুন অর রশিদ খান মুকুল জানান, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের ধারক ও বাহক আনিসুল ইসলাম সানির নেতৃত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর সহযোগীতায় তারুণ্যের প্রতীক তারেক রহমান’র হাতকে শক্তিশালী এবং ৩১ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা বিএনপির সাথে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আনিসুল ইসলাম সানির নেতৃত্বে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগর এর আহ্বায়ক হারুন অর রশিদ খান মুকুল, মহানগর জাসাস সহ-সভাপতি হাজী শাহিন, মহানগর সাংস্কৃতিক জোট যুগ্ম আহ্বায়ক হাজী কামাল, মিজানুর রহমান মিজান, ইসহাক সরদার, এড. নজরুল ইসলাম মাসুম, এনামুল হক খান, পান্থ ফারুক, মোতালেব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ হালিম, দেবব্রত রায় রজতসহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দগণ।