নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতৃবৃন্দদের শ্রদ্ধা ও দোয়া করা হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জিয়া উদ্যানস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ এর নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে শ্রদ্ধা ও দোয়া করা হয়।
এসময় মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ বলেন, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ আমরা দীর্ঘ দিন কারাগারে এক সাথে ছিলাম। আজকে তাদের ডাকে সাড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিস্থলে শ্রদ্ধা ও দোয়া করা হয়েছে।
অত্যন্ত দুঃখের বিষয় হলো আমি মিডিয়ার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে বারবার বলেছি মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ আবু আল ইসুফ খান টিপু ওনি একজন আওয়ামী দোসর। এটারই প্রমান গত বৃহস্পতিবার ১৩ তারিখে পাওয়া গিয়েছে৷ আলীরটেক ইউনিয়ন চেয়ারম্যান জাকির যার মারর্কা ছিল নৌকা, আজমেরী ওসমান ও সেলিম ওসমানদের দোসরদের সাথে বসে যে ভাবে সাফাই গেয়ে দালালি শুরু করেছে তাতে আমি টিপুর বহিস্কারের দাবি জানাই।
এছাড়া তিনি আরোও বলেন, বিএনপি’র দুঃসময় ও ক্লান্তিলগ্নে যারা রাজপথে ছিল তাদের বাড়িতে যেই দোসরদের কর্তৃক হামলা মামলা হয়েছে, সেই দোসরদের বাড়িতে তারা কিভাবে দাওয়াত খেতে যায়।
আজকে যারা বিএনপির নেতা তারা রাগে-ক্ষোভে বলতে বাধ্য হয়েয়ে, প্রয়োজনে পদ-পদবী ছেড়ে বিএনপির কর্মী হয়ে থাকব তবুও তাদের নেতৃত্বে বিএনপি করব না। ফ্যাসিস্ট সরকারের আমলে নৌকা নিয়ে নির্বাচন করেছে যেই ব্যক্তি তার বিরুদ্ধে একটি ছাত্র-জনতার হত্যা মামলা রয়েছে এবং মামলার মুক্তির জন্যে দাবীও জানিয়েছেন। অথচ শ্রমিক দল নেতা তাইজুল ইসলাম শামীমের ভাষ্যমতে তার থেকে ১০ লক্ষ টাকা চেয়ে সেই টাকা না পেয়ে তাকে বৈষম্যবিররোধী ছাত্র-জনতার হত্যা মামলার আসামী করা হয়েছে৷ এমনকি শহীদনগরে রিপন নামে এক ব্যবসায়ীকেও এমামলায় জড়ানো হয়েছে। তার এসকল অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।