জুলাই ২৪ এর গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহযোগী অংঙ্গসংগঠন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নগরীতে গণঅধিকার পরিষদ এর জেলা ও মহানগর সহ অংঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
গণঅধিকার পরিষদ (জিওপি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, যারা আন্দোলনে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এদেশী! আমরা সবাই ভাই-ভাই। আমরা সবাই মিলে মিশে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। এ দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। গণঅধিকার পরিষদ কখনো বিদ্বেষপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করেনা। বাংলাদেশে নতুন স্বাধীনতাকে রক্ষায় মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা ফেরত দিতে চাই।
তিনি আরোও বলেন, কিছু বিদেশী দ্বারা বিগত প্রায় ১৫ বছর আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার হরণ করেছে। তার প্রতিফলন আমরা গণঅভ্যুত্থানে জুলাই-আগস্টে দিয়েছি। এ গণঅভ্যুত্থানে যারা নিহত আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারের দাবীসহ শেখ হাসিনা সহ সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখো-মুখি করা এবং বিগত ১৬ বছরে আহত নিহতের তালিকা তৈরী করে সঠিক ভাবে ক্ষতিপূরণ দাবী ও পূর্নবাসন ব্যবস্থা করতে হবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অভ্যুত্থানের অংশীদারদের নিয়ে নির্বাচনের রোড ম্যাপ তৈরী করতে হবে। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে যেভাবে লুট-পাট হয়েছে, এতে যারা জড়িত ছিলেন তাদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শেখ হাসিনার সকল গুম-খুন এ জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ (জিওপি) – নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর গণঅধিকার পরিষদ (জিওপি) সেক্রেটারি রাহুল, মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, গণ জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সহ ওয়াসিম , জামান, লিপু, ইব্রাহিম খলিল, কামরুল , রায়হান ,ওমর ফারুক এবং ছাত্র , যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।