সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, আপনারা জানেন জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসীদের দ্বারা দীর্ঘদিন কব্জা করে রাখা হয়েছিলো৷ তৎকালীন আজমেরী ওসমানের নেতৃত্বে এটা চলতো। ৫ই আগস্টের পর তারা সবাই পালিয়ে গিয়েছে। এ প্রতিষ্ঠানটিকে এখন আমাদেরই দেখভাল করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা যে এখন সুন্দর ভাবে এ প্রতিষ্ঠানকে যে দেখব সেখানেও আমাদের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমরা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবো৷
তিনি আরোও বলেন, অতীতে যারা দখল করে রেখেছিল তারা আসতে শুরু করেছে। যারা লুটে-পুটে খেয়েছিল তারা সেই স্বাদ ভুলতে পারেনা তাই বিভিন্ন ভাবে আমাদের বিএনপির নেতা কর্মীদের দিয়ে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। আমরা চাই এদিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। আগামী দিনে এ শ্রমিক ইউনিয়নকে সুন্দর ভাবে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গড়তে চাই। যে কমিটি শ্রমিকদের সুখ-দুঃখ দেখবে৷
আলোচনা সভায় বিভাগীয় শ্রম দপ্তর পরিচালক আফিফা বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তর ঢাকা (অতিরিক্ত সচিব) ফাহমিদা আখতার, উপপরিচালক মোঃ আলমগীর কুমকুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. রিফাত মেহজেবিন, সহকারি পরিচালক ইয়াছমিন আক্তার, সহকারি পরিচালক মোস্তফা আজিজুল করিম, সহকারি পরিচালক শাকিলা পারভীন, জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহনের কার্যকরি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।