নারায়ণগঞ্জের বন্দরে শাহ সিমেন্টের একটি মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ট্রাকচালক রুবেল ও হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ঢাকা মেট্রো শ ১৩-২২৭০ নম্বরের শাহ সিমেন্টের মিক্সার ট্রাকটি চালক রুবেল (৪০) বেপরোয়া গতিতে ও চোখে ঘুম নিয়ে চালাচ্ছিলেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রো গ ১১-৩০৭৪ নম্বরের সাদা প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যান। এ ঘটনায় দুর্ঘটনায় স্থানীয় হাশেম মিয়ার একটি চায়ের দোকানও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও চালক সাদ্দাম (২৮)-কে আটক করে থানায় নিয়ে যায়।