বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মৎস্যজীবী দলের নেতা কাঞ্চন, খোকন ও সুমনের নেতৃত্বে আনন্দ র্যালি করা হয়েছে।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বিকালে নগরীর ডিআইটিস্থ বিএনপির কার্যালয় হতে চাষাড়াসহ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয় এসে জড়ো হয়।
মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ সফল করার লক্ষে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহম্মেদ, খোকন ও সুমনের নেতৃত্বে জেলা ও মহানগর নেতৃবৃন্দের নিয়ে আয়োজিত বিশাল আনন্দ র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করা হয়।
আনন্দ র্যালিতে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহম্মেদ এসময় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের নারায়ণগঞ্জের মাটি থেকে দেশের সকল মৎস্যজীবী দলের নেতাকর্মীদের বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের দল বিএনপিকে ভালোবেসে রাজপথে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতির জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জয়যুক্ত করতে সকলের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়ে এ দলকে জয়যুক্ত করতে হবে।
তিনি আরোও বলেন, নারায়ণগঞ্জে মাটি থেকে জাকির খানকে নিষ্ক্রিয় করতে যে কুচক্রী মহল কাজ করেছে তারা ব্যর্থ হয়েছে। অতি শীঘ্রই নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ জনগণের নেতা জাকির খান আপনাদের মাঝে ফিরে আসবে। আমরা তার জন্য দোয়া করব সে যেন সুস্থ শরীরে ফিরে আসে এবং জাকির খানকে নিয়ে নারায়ণগঞ্জে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারি। এছাড়া জাকির খানকে নিয়ে আগামিতে নারায়ণগঞ্জের মেহনতি মানুষের পাশে থাকব।
আনন্দ র্যালি সফল করার লক্ষে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহম্মেদ, জেলা সদস্য সুমন ও মহানগর সদস্য খোকনের নেতৃত্বে আনন্দ র্যালিতে আরোও উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দলের ওহাব, কাদির, কামাল, শুক্কুর, বন্দর থানার অনিক, ইকবাল, মোহন, মনা, রনি, দেলোয়ার হোসেন দেলু, মাহফুজ, হোসেন, জমির, আবুল হোসেন, জামান, ইমরান, মামুন প্রমুখ।