“নারীর জন্য বিনিয়োগ করি, নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার প্রাক-বাজেট আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
শনিবার ১লা মার্চ বিকাল ৪ টায় এ প্রাক-বাজেট আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মতামত ব্যক্ত করেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক দুলাল সাহা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ময়না বেগম, নারায়ণগঞ্জ গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী, নারী উদ্যোক্তা ফারহানা আলী শাম্মী, নারী সংগঠক রোজী, ব্যাংকার মাহমুদা বেগম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
বক্তারা বলেন- নারী-পুরুষের সমতা ছাড়া যেমন নারী উন্নয়ন সম্ভব নয়, তেমন দেশের উন্নয়নও সম্ভব নয়। খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রযুক্তি সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে, বিনিয়োগ করতে হবে। শুধু বরাদ্দ দিলেই চলবে না, সেই বরাদ্দ নারীদের হাতে পৌঁছাতে হবে। ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা আছে, কিন্তু বিভিন্ন শর্ত থাকার কারণে সাধারণ উদ্যোক্তারা ঋণ গ্রহণ করতে পারে না। এই ঋণকে সহজলভ্য করতে হবে। কর্মসংস্থান, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সকল শ্রেণীর কর্মজীবী নারীদের জন্য প্রতি জেলা, উপজেলায় হোস্টেল নির্মাণ, সন্তানের জন্য ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। দলিত সম্প্রদায়ের নারীদের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্ম, বাসস্থানের বিশেষ ব্যবস্থা করতে হবে, এছাড়াও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা নিজেদের অধিকার সম্পর্কে এখনো অন্ধকারে বসবাস করে। অন্যান্য সম্প্রদায়ের মানুষও তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সকল শ্রেণীর কর্মজীবী নারীদেরকে তাদের পরিবারের সদস্যদের ব্যাপকভাবে সহযোগিতা করতে হবে। সর্বোপরি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া মানসিক উন্নয়ন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নও সম্ভব নয়। তাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন অতি জরুরী। তারা একে অপরের পরিপূরক। নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।
সভায় বিভিন্ন পেশাজীবী নারী-পুরুষ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।