পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সংকট নিরসনে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। এ ছাড়া ভোজ্যতেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু করেছে এই গ্রুপ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত ৩ মার্চ ভোজ্যতেলের কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কারখানা মালিকদের নারায়ণগঞ্জে ট্রাক সেলের মাধ্যমে ভোজ্যতেল বিক্রির আহ্বান জানিয়েছিলাম। মেঘনা গ্রুপ সেই আহ্বানে সাড়া দিয়ে ট্রাকের মাধ্যমে প্রতিদিন দুই টনের বেশি ভোজ্যতেল বিক্রির উদ্যোগ নিয়েছে। এ ছাড়া সিটি গ্রুপ কর্তৃপক্ষও আগামী কিছুদিনের মধ্যে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল বিক্রি করবে। আশা করছি এতে ভোজ্যতেলের যে সংকট ছিল সেটা কেটে যাবে।
মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ জানান, পুরো রমজান জুড়ে ট্রাকের মাধ্যমে মূল্য ছাড়ে এই ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম চলবে। প্রতিদিন দুই টন ১২ কেজি ভোজ্যতেল ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
বিশেষ মূল্য ছাড় অফারে ফ্রেশ চিনিগুঁড়া চাল ১৩৫ টাকা কেজি, ফ্রেশ রিফাইন্ড চিনি ১১৫ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (৫০০ গ্রাম) ৪০০ টাকা, ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ১০ টাকা, ফ্রেশ রেগুলার ডাল ১১৫ টাকা, ফ্রেশ চা পাতা (৪০০ গ্রাম) ১৮০, ফ্রেশ লবণ ৩৫ টাকা, ফ্রেশ সরিষার তেল ২৭০ টাকা, ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, ৩ লিটার ৫২৫ টাকা, ফ্রেশ রাইস ব্র্যান অয়েল ৫ লিটার ৯৭৫ টাকা, ফ্রেশ রাইস ব্র্যান অয়েল ২ লিটার ৪০৫ টাকায় পাওয়া যাচ্ছে।