নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় টিনশেডের একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভুলতা এলাকায় নূরম্যানসন মার্কেটের পেছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক ওসমান গনি বলেন, ফার্নিচার মার্কেটে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ইলেকট্রিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটি তদন্তে টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।