নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ডেভিল সন্ত্রাসীরা এখনও সক্রিয়৷ দখলবাণিজ্যে, চাঁদাবাজীতে স্বৈরশাসকের রূপে সন্ত্রাসী কায়দায় মোস্তফা নামক এক ভূক্তভোগীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আইন বহির্ভূতভাবে জোড়করে দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় মহিলা সহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে মাসুম টিটু ও আব্দুল আজিজ জীবন গং এর বিরুদ্ধে।
শনিবার (৮ই মার্চ) ফতুল্লার কাশীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে দেয়াল নির্মাণে বাধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে রক্তাত্ত জখম করার ঘটনায় সন্ত্রাসী মাসুম টিটু ও আব্দুল আজিজ জীবন বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এঘটনায় অভিযুক্তরা হলেন, কাশিপুর মধ্যপাড়া এলাকার মোঃ আবুল কাশেম’র ছেলে মাসুম টিটু (৩৮), মোঃ নাজমুল (৪৩), মোঃ রনি (৩৬), মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ জনি (৩৮), আলীম মিয়ার ছেলে জাকির (৩৬), সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন৷
অভিযোগ সূত্রে বাদীর পক্ষে জানা যায়, উল্লেখিত অভিযুক্তরা একদল ভূমি দস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন যাবৎ আমার ক্রয়কৃত ৩ শতাংশ সম্পত্তি জোরপূর্বকভাবে দখল করার জন্য নানানভাবে চেষ্টা ও পায়তারা করে আসতেছে। এ নিয়ে উল্লেখিত অভিযুক্তরা নারায়ণগঞ্জ কোর্টে একটি পিটিশন মামলা দায়ের করে। উক্ত মামলায় আমার পক্ষে রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। কিন্তু অভিযুক্তরা বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং বেআইনিভাবে পূর্বের ন্যায় আমার সম্পত্তি দখল করার জন্য উশৃঙ্খল কর্মকান্ড ও ঝগড়া-বিবাদ সৃষ্টি করছে। তারা সশস্ত্র অবস্থায় আমাদের উপর প্রতিনিয়তই হামলা চালায়। এর প্রতিবাদে আমি গত ০৫/০৬/২০২৪ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মোকদ্দমা নং- ৩১১/২০২৪ দায়ের করি। যাহার মামলা চলমান অবস্থায় রয়েছে এবং বিগত সময় মামলার সূত্রে বিজ্ঞ আদালত সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে তদন্তের ভার দেওয়া হলে সেখানেও আমরা আমাদের পক্ষে রায় আসে ।
সূত্রে আরোও জানা যায়, মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা এরই মধ্যে আমাকে জোরপূর্বকভাবে স্থানীয়ভাবে বিচার-শালিস আয়োজন করে গত ৮ই মার্চ সকালে এবং উল্লেখিত সকল অভিযুক্তরা দোকান বন্ধ করে আমার সম্পত্তিতে জোরপূর্বকভাবে দেয়াল নির্মাণের কাজ শুরু করে। আমি জানতে পেরে উল্লেখিত অভিযুক্তদের বাঁধা নিষেধ করলে আমাকে মারধর করতে উদ্ব্যত হইলে আমার মেয়ের স্বামী মোঃ হাবিবুর রহমান (৩৬) এর উপর ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি-চাকু, চাপাতি, লোহার রড এবং ধারালো অস্ত্র-সস্ত্র নিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে কিল, ঘুষি, লাথি ও চর-থাপ্পর সহ লোহার রড দ্বারা মারধরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা সহ রক্তাক্ত জখম করে। মাসুম টিটুর হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মেয়ের স্বামীর ডান হাতের বাহুতে রক্তাক্ত জখম হয় এবং পড়নে থাকা জামা-কাপড় টানা-হেঁচড়া করে ছিড়ে ফেলে৷ মেয়ের স্বামীকে বাচাইতে গেলে আমাদেরকে মারধর করে হুমকি প্রদান করে এবং বলে আমরা যদি অভিযুক্তদের সাথে বেশি বাড়াবাড়ি করি তাহলে এরচেও ভয়ঙ্কর কিছু ঘটবে।
এবিষয়ে স্থানীয়রা বলেন, সাবেক চেয়ারম্যান এম সাইফুল্লা বাদলের চাচাত ভাই ও বর্তমান ৫ নং ওয়ার্ডের কথিত নব্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ জীবনের নির্দেশে এধরনের ঘটনা ঘটছে। এক সময় সাবেক চেয়ারম্যান এম সাইফুল্লা বাদলের সাথে আওয়ামী লীগ করা ব্যাক্তি এখন বিএনপিতে যোগদান করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে যার প্রমান সহ আছে৷ এছাড়া সাবেক চেয়ারম্যান বাদল এর নির্দেশে অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে সাবেক এমপি শামীম ওসমানের বহরে অংগ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে তারা। তারা পদধারী আওয়ামী সন্ত্রাসী। প্রশাসন এধরনের সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় নেওয়ার জোর আহ্বান জানায়।