লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ২ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর বিচারপতি ড: মোহাম্মদ বশিরউল্লাহ, প্রাক্তন জেলা গভর্নর এডভোকেট শওকত আলী, লায়ন আখতারুজ্জামান, লায়ন নাসিরুদ্দিন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু, কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহম্মেদ, রিজিওন চেয়ারম্যান লায়ন আবদুস সালাম, লায়ন সামসুন নাহার,লায়ন দেবদাস সাহা,লায়ন আঞ্জুমান আরা আকসির, এডভোকেট নবী হোসেন, লায়ন ইমরান ফারুক মইন রানা’,লায়ন পারভেজ রানা,লায়ন সাইদুল্লাহ হ্রদয় প্রমুখ।ইফতার মাহফিলে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রাক্তন সভাপতি লায়ন ইমরান ফারুক মইন রানা’কে লায়ন্স জেলার আগামী বছরের জন্য ভাইস জেলা গভর্নর হিসেবে প্রাথী ঘোষণা করা হয়। এসময় বক্তব্য রাখেন লায়ন বিচারপতি ড,মোঃ বশিরউল্লাহ, লায়ন এডভোকেট শওকত আলী ও লায়ন সাইফুল্লাহ হ্রদয়।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।