নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মৃত্যু হয় সুমাইয়ার। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল। এর আগে, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হান্নানের (৪০)। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।