নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়াবাসীর সম্মানে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, “চব্বিশের আন্দোলনের আগে এমন একটি মহতী অনুষ্ঠানে আসার জন্য আমরা কেউই সাহস পাইনি। স্বৈরাচারী সরকার সমাজের প্রতিটি মানুষকে কুক্ষিগত করে রেখেছিল।”
তিনি আরও বলেন, “একদল ন্যায়পরায়ণ, খোদাভীরুদের নিয়ে আপনাদের আন্তরিক সহযোগিতায় মিশনপাড়াবাসীর কল্যাণে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “গত ৫৪ বছরে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন ছিলাম না। যারাই ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই জনগণের সেবক না হয়ে শাসক এবং জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তারা কেউই আজ নেই।”
মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী সহিদ বাঙালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।