ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগঁা অংশে মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়াও গুরতর আহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কঁাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। নিহত যুবক কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এবং আহত দুই বন্ধু আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অনার্স’র ৫ম সেমিস্টারের ছাত্র। তারা মোটরসাইকেল যোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে আষারিয়াচর এলাকায় পেঁৗছালে দ্রুত গতির মালবাহী একটি লরি পেছন থেকে ধাক্কা দেন। এসময় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তানভীর হাসান মজুমদার এবং তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরতর আহত হলে তাকে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
কঁাচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তারা নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হোন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। দুই বন্ধু আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (ধরঁন) অনার্স’র ৫ম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।