র্যাব জানায়, গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে আসামিদের গ্রেফতারের লক্ষে র্যাব-১১ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি মো. অয়নকে গত ১১ মার্চ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে র্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।