1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আগুনে দগ্ধ যুবলীগ নেতার মৃত্যু জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আক্তার ও জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে ওলামা দলের যোগদান গুলিবিদ্ধ কর্মীর বাড়ির পাশে সমাবেশ,খোঁজখবর নিলেন না লিডার,অশ্রু জড়ালেন আহত কর্মী দেশকে অপরাধের স্বর্গরাজ্য কায়েম করেছে শেখ হাসিনা- গিয়াসউদ্দিন

ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ছিনতাই, আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে আটককৃত ৪ মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহকর্মীরা। এই হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সিপাহী আহত হয়েছেন। এ খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে বিজিবি ও পুলিশ নিয়ে ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আহতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মো. রেজাউল করিম, অজয় কুমার রায় ও মো, আকাশ আহমেদ রাব্বী।
জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রধারী ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেয় তাদের সহযোগিরা। এ খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয়। এতে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা (১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ৪ গ্রাম হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. বাহাউদ্দিন বলেন, আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. রিফাত হোসেনের নেতৃত্বে একটি টিম ফতুল্লার মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের দেখানো তথ্যমতে আরও মাদক উদ্ধার করতে গেলে দেশিয় অস্ত্র নিয়ে ১২-১৫ জনের একটি টিম আমাদের উপর অতর্কিত হামলা করে ও পাথর নিক্ষেপ করে। হামলার এক পর্যায়ে তারা আটককৃত মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় আমাদের তিনজন সিপাহী আহত হয়েছে। এই ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে জানালে তারা তাৎক্ষণিক সাড়া দিয়ে পুনরায় অভিযান চালায়। সেই অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা পূর্বের কোন মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই করে বলা সম্ভব হবে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবে। পরে আসামিদের ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ নিয়ে আমি ফের অভিযান পরিচালনা করে েএসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছি। তবে কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা করার নিদেশনা দেওয়া হয়েছে।অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ ও মাদকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL