1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আগুনে দগ্ধ যুবলীগ নেতার মৃত্যু জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আক্তার ও জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে ওলামা দলের যোগদান গুলিবিদ্ধ কর্মীর বাড়ির পাশে সমাবেশ,খোঁজখবর নিলেন না লিডার,অশ্রু জড়ালেন আহত কর্মী দেশকে অপরাধের স্বর্গরাজ্য কায়েম করেছে শেখ হাসিনা- গিয়াসউদ্দিন

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো বিশৃঙ্খলা হবে না- মোনায়েম মুন্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারের মাঝে নরায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

শুক্রবার ২১ মার্চ দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরস্থ ‘নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

 

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ প্রমুখ।

 

 

 

প্রধান অতিথি আবদুল মোনায়েম মুন্না তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা চলবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন এবং জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন চাচ্ছি।

 

 

তিনি আরও বলেন, যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি।

 

 

ওসমান পরিবারের কথা উল্লেখ করে মুন্না বলেন, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের পরিবার অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার করেছে, গুণ্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী এখন যারা বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে কবে।

 

 

 

তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের সুযোগ দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জনগণের কষ্ট বাড়ানোর কোনো কাজ করা হবে না।

 

 

এ সময় ২,৫০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে প্রতিবন্ধী, অসহায় ও সামর্থ্যহীন মানুষদের সাহায্য প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL