ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ডিআইটিতে উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ।
ফিলিস্তিনের গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে ২১ মার্চ শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি মসজিদ চত্বরে নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল দা.বা.।
নারায়ণগঞ্জ উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, খেলাফত মজলিস নেতা মুফতী আব্দুল গনী, উলামা পরিষদের নেতা মুফতী ইকবাল করীম ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মুফতি নুর হুসাইন নূরানী, জাহিদ হাসান, প্রমুখ।