জুম্মন সোহেলঃ প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩শে মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ জেলার ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে নিতাইগঞ্জ বাজার। ঈদের আগে কথা দিয়েছিলেন বাজারের নিত্যপন্যের দাম বাড়াবে না এবং তারা তাদের কথা রেখেছে। চাল, চিনি, ডাল এগুলো কোন দাম বাড়েনি। আজকে যেসব আইটেম এখানে বিক্রি হচ্ছে তা বাজার মূল্যের চেয়েও কম। সয়াবিন তেল নিয়ে চিন্তার বিষয় ছিল। তা বাজার দড়ের চেয়েও কম বিক্রি করা হয়েছে। এবার নারায়ণগঞ্জবাসী রমজান ও ঈদ সুন্দর ভাবে করতে পারবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সাড়া দেশে এই ব্যবস্থা করেছে।
এছাড়া প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হবে—জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও তরকার মাঠ। এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে পণ্যগুলো বিক্রয় দর হলো ডিম ১শ টাকা প্রতি ডজন, দুধ ৮০ টাকা প্রতি লিটার, গরুর মাংস ৬৫০ টাকা প্রতি কেজি , ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজিতে বিক্রয় করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন।
এসময় উদ্বোধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকতা আব্দুল মান্নন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ ইউনুস, জেলা ব্যাটালিয়ন সার্জন ডাঃ কবির উদ্দিন আহম্মেদ সহ জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বৃন্দগণ।