বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) ফতুল্লা কাশিপুর ঈদগাহ্ সংলগ্নে
দারুল সুন্নাহ্ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ইউসুফ চৌধুরী, আমান খান, কামাল হোসেন, মোঃ আউয়াল, ইমাম হোসেন ও মোঃ হাছান বাবু।
এতে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিন জিল্লু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ মাসুকুল ইসলাম রাজীব ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল আহ্বায়ক মোঃ সলিমুল্লাহ করিম সেলিম।
মহানগর প্রজন্ম দল যুগ্ন আহ্বায়ক কুরবান আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, ঢাবি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আশরাফ হোসেন, জেলা প্রজন্ম দল সিনিয়র যুগ্ন আহ্বায়ক খোকন সানি, যুগ্ন আহ্বায়ক আমান খান, মহানগর জেলা প্রজন্ম দল সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলিম খান, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদল আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালি, ফতুল্লা থানা প্রজন্ম দল আহ্বায়ক ইউসুফ চৌধূরী, যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, বন্দর থানা আহ্বায়ক মিলন খান, সদস্য সচিব রফিকুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক হাজী মনির প্রধান, যুগ্ন আহ্কায়ক শামীম আহ্মেদ, প্রজন্ম দল নেতা শেখ মূসা আহম্মেদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দল আতাউর রহমান খোকন, মহানগর প্রজন্ম দল আব্দুল হালিম, মহানগর যুবদল সিকদার বাপ্পী চিশতি,কাশীপুর ইউনিয়ন প্রজন্ম দল আহ্বায়ক ফয়সাল আহম্মেদ,সদস্য সচিব ইমাম হোসেন, প্রমুখ।