বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন টুংগীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯শে মার্চ) বালিগাও আমজাদ আলী কলেজ মাঠ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।
দলের তরফ থেকে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান সিনহা বলেন, আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেনো সুস্থ হয়ে ফিরে এবং তারেক রহমান আগামীতে এদেশে নেতৃত্ব দিতে পারেন৷
জেলা বিএনপি সদস্য সচিব ও সভাপতির বক্তব্যে টংগীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন বলেন, স্বৈরাচারী ব্যাংক লুটকারী, অর্থ পাচার কারী, দুর্নীতিবাজ ও ছাত্র-জনতা হত্যাকারী পৈচাষিক হাসিনা কে পলায়নে বাধ্য করেছে সেই শহীদ ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে আজ আমরা ইফতার মাহফিল করতে পারছি। আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা স্বাধীন হয়েছি। আজ একটা জিনিসের অভাব সেটি হচ্ছে জাতীয় সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে মিজানুর রহমান সিনহাকে জাতীয় নির্বাচনে নির্বাচিত করব।
জেলা বিএনপি সদস্য সচিব ও টংগীবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেন পুস্তি, নারায়ণগঞ্জ মহানগরস বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, টুংগীবাড়ী থানার ওসি, আড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মাদবর, সাধারণ সম্পাদক মজনু শেখ ফারুক সহ মুন্সিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল’র নেতৃবৃন্দরা৷