গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ শহরে হিন্দু সম্প্রদায় জেলা ও মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার( ১০ এপ্রিল) শহরে চাষাড়াস্থ গোপাল জিউর মন্দির প্রঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেছেন, ফিলিস্তিনের গাজায় যে বরবরিচিত হামলা হচ্ছে বিশ্ব মানবতা ভূলণ্ডিত হচ্ছে। এরই প্রতিবাদে জেলা ও মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে গোপাল জিউর মন্দির প্রঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছি।এবং মানববন্ধন শেষে মহানগর বিএনপির যে বিক্ষোভ মিছিল ছিল সেখানে অংশগ্রহণ করি। এছাড়া এধরনের প্রতিবাদ অনুষ্ঠানকে আমরা মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে অভিনন্দন যানাচ্ছি। আমরা চাই ফিলিস্তিনের জনগণের উপর যে নির্মম হামলা হচ্ছে নারীরা ধর্ষণে হচ্ছে নিষ্পাপ শিশুদের হত্যা করছে এবং শহরের পর শহর ধবংশ করে দিচ্ছে অবিলম্বে জাতিসংঘ এগুলা নিরসন করবে। স্বাধীন ফিলিস্তিনি অঙ্গীকার বিশ্ব মোড়লরা যেন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আহ্বন করছে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলকতম দাস, সহ সাংগঠনিক রিপন রুদ্র,প্রচার সম্পাদক তপন ঘোষ সাধু, তারক দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা, সেক্রেটারী সুশীল দাশ,যুগ্ম সম্পাদক শংকর রায়,দপ্তর ভজন সাহা,ফতুল্লা সভাপতি প্রদীপ মন্ডল, সিদ্ধিরগঞ্জ সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর সেক্রেটারি শ্যামল বিশ্বাস, সদর সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আশ্চর্য,বারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শীল সহ বিভিন্ন থানা, ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।