গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ শহরে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিশনপাড়ায় এলাকায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দরা বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
এতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি রহিমা শরিফ মায়া ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি দিলারা মাসুদ ময়না নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল নিয়ে মহানগর বিএনপির সমাবেশস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দরা বলেন, ফিলিস্তিনের গাজায় যে বরবরিচিত হামলা হচ্ছে বিশ্ববাসী নিশ্চুপ হয়ে রয়েছে।
এরই প্রতিবাদে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল করেছি।এবং সমাবেশ শেষে মহানগর বিএনপির যে বিক্ষোভ মিছিল ছিলসেখানে অংশগ্রহণ করি। আমরা চাই ফিলিস্তিনের জনগণের উপর যে নির্মম হামলা হচ্ছে নারীরা ধর্ষণে হচ্ছে নিষ্পাপ শিশুদের হত্যা করছে এবং শহরের পর শহর ধবংশ করে দিচ্ছে অবিলম্বে জাতিসংঘ এগুলা নিরসন করবে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,জেলা জাতীয়তাবাদী মহিলা দল সাংগঠনিক সম্পাদক জোহুরা আক্তার,মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ সেক্রেটারি নাহার সুলতানা, মহানগর সহ-সভাপতি নাজমা, ১০ নং ওয়ার্ডের সভাপতি দিপালী আক্তার, গোগনগর ইউনিয়ন মহিলা দল সভাপতি পপি হোসাইন, শিল্পী আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় নেতৃবৃন্দরা ছিলেন।