নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমেদ এর নির্দেশে ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বর্বরোচিত হামলা ও রাফাকে পৃথিবীর বৃহত্তম কবরস্থান বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ১৬ ও ১৭ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ১৬ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন ও ১৭ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র সহ সভাপতি জাকির আহম্মেদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ইহুদিরা ফিলিস্তিনে বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে, তাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। অথচ বিশ্ব নেতারা নির্বাক চেয়ে আছে। ফিলিস্তিনে মানবাধিকার চরমভাবে লংঘন হলেও জাতিসংঘ চুপ করে বসে আছে। অন্যান্য মানবাধিকার সংস্থা গুলোও কোন পদক্ষেপ নিচ্ছেনা। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
১৬ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন ও ১৭ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র সহ সভাপতি জাকির আহম্মেদের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নেতা খোরশেদ, আরিফ, রনি, অপু, মিজান সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।