নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান এর কারামুক্তিতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জাকির খান মুক্তি পরিষদ নেতা ফারুক হোসেন রিপন ১৮ নং ওয়ার্ডবাসির পক্ষে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল নিয়ে নেতাকে বরণ করতে যান।
রবিবার (১৩ এপ্রিল) সকালে শহীদনগর এলাকা থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগারের প্রধান ফটকে মিছিল নিয়ে নেতাকে বরণ করেন এ নেতা।
এতে প্রিয় নেতাকে বরণ করতে ফুল নিয়ে সাউন্ড সিস্টেম, বাদ্যযন্ত্র, খালেদা জিয়া, তারেক রহমান ও জাকির খানের ছবি যুক্ত প্লেকার্ড সহ বিভিন্ন রং এর গেঞ্জি-টুপি ও ধানের শীষের ব্যানার সহ হোন্ডা বহরে ১৮ নং ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে প্রিয় নেতাকে বরণ করেন ফারুক হোসেন রিপন। এসময়ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও জাকির খান মুক্তি পরিষদ সহ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিলের পূর্বে বিশিষ্ট ব্যবসায়ী ও জাকির খান মুক্তি পরিষদ নেতা ফারুক হোসেন রিপন বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা ও গণমানুষের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বিএনপি নেতা জাকির খান এর কারামুক্তিতে আমরা আনন্দিত ও উৎফুল্লিত। এই প্রিয় নেতাকে বরণ করতে আমার নেতৃত্বে হাজারও নেতা কর্মী নিয়ে কারাগারের ফটকে উপস্থিত হয়ে বরণ করব। আমাদের ছাত্রজীবনে তার হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করি। যেহেতু আমাদের এই অত্র ১৮ নং ওয়ার্ড ও এ এলাকায় বিএনপির ঘাটি ছিল। সাবেক এমপি কমান্ডার সিরাজ ও কালাম সাহেব আমাদের মুরুব্বী ছিলেন। এছাড়া তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মতিন চৌধূরী সহ অনেক এমপি মন্ত্রী আমাদের ভালোবাসার ডাকে এলাকায় পদধূলি দিয়েছেন। তবে স্বৈরশাসন আমলে আমাদের এলাকাবাসী অনেক কিছুতেই বঞ্চিত হয়েছেন। বাহিরের এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের সমাজকে ধ্বংশ করার পায়তারা করছে, যা বিএনপির আমলে কখনোই ছিলনা। তাই আমাদের নেতা জাকির খান’র নেতৃত্বে শহরের প্রতিটা এলাকায় সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।