নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান এর কারামুক্তিতে জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করে নেতাকে বরণ করা হয়েছে।
রবিবার ( ১৩ এপ্রিল) সকালে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগার প্রধান ফটক থেকে মিছিল নিয়ে নেতাকে বরণ করেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাজুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য মোস্তান প্রধান, মালেক সরদার, মো. রফিক, মন্টু, শহিদুল ইসলাম, কালাম, ছাত্তার, জাহাঙ্গীর, মহাসীন, মো.হারুন, আওলাদ,আবু সালেহ আহম্মেদ সনেট, হাফিজউদ্দিন টিটু রাজিব, জাহাঙ্গীর বেপারী, রায়হান, নাঈম সহ ইউনিয়নের নেতৃবৃন্দরা। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জীবন, টুপি আকাশ, সাগর,রাসেদ, আক্কাছ প্রমুখ।